রাঙামাটি জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনকে (অতিরিক্ত ডিআইজি) কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করেছে সরকার। তিনি বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীর জায়গায় স্থলাভিষিক্ত হবেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এদিন দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়।
বিসিএস পুলিশ ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা ড. ফরহাদ হোসেন গত বছরের ১৯ সেপ্টেম্বর রাঙামাটিতে এসপি হিসেবে যোগ দেন। দায়িত্ব পালনের এক বছরেরও বেশি সময়ে পার্বত্য এ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় তার চৌকস ও মানবিক নেতৃত্ব ব্যাপক প্রশংসা কুড়ায়।
রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমাল রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে শান্ত করা—এসব ক্ষেত্রেই তিনি অনন্য ভূমিকা রাখেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন, মাদক কারবার, অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণেও তার নেতৃত্বে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়ে এসেছে।
ড. ফরহাদ হোসেন একজন মেধাবী, কর্মনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন জেলার সাধারণ মানুষ।
নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন।