নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে কাজিপুর আলমপুর চৌরাস্তা পৌর মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ ও জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে জোরালো বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা।
সমাবেশের প্রধান অতিথি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “এবার সুযোগ এসেছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। জনগণের ভোটে যারা জনগণের সরকার গঠন করবে, তাদেরই নির্বাচিত করতে হবে। যারা জনগণের ভোট নিয়ে নিজেদের আখের গোছায়, তাদের আর ভোট দেবেন না।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তাই জনগণের প্রকৃত কল্যাণে বিশ্বাসী নেতৃত্ব বেছে নিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “শেষ সময়ে শেখ হাসিনা একটি ভয়ংকর শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন— আমরা তা স্পষ্ট দেখেছি। ক্ষমতা ধরে রাখতে গিয়ে তিনি আমাদের সন্তানদের নির্বিচারে গুলি করে হত্যা করেছেন, এমনকি শিশুরাও রেহাই পায়নি।”
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে, যেখানে সমতা, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু গত ৫৪ বছরে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। শাসকগোষ্ঠী রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে সম্পদ লুট করেছে এবং দেশকে স্বৈরাচারী কাঠামোর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন,
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক নূর হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সদস্য সচিব মোকলেছুর রহমান সবুজ, কামারখন্দ সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক ছানোয়ার হোসেন, জেলা কমিটির সদস্য ও সাবেক ছাত্র ঐক্যের সদস্য সচিব মুনছুর আলী, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক রকিবুল ইসলাম সোনাই, সদস্য সচিব কাওছার আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়— আর সেই পরিবর্তনের জন্য জনগণের সচেতন, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা এখন অত্যন্ত জরুরি।