রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার।
এদের মধ্যে দ্রুত বিচার আইনে ২ জন, মাদক ও পরোয়ানা ৩ জন,পরোয়ানা ২, জন( ওয়ারেন্ট তামিল ৮ টি), পরোয়ানাসহ -১ জন,মাদক ও পরোয়ানা ১ জন,ওয়ারেন্ট বডি ৩ জন( ওয়ারেন্ট তামিল-৮), ডিএমপি ভুক্ত ১২ জন, অন্যান্য২ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮),
ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২),
ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (২৭), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০),সুজন (২৮), শাওন (৩২) ও ফারুক (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ৪৫ পুরিয়া গাঁজা,৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগদ অর্থ ২৪৫০/- উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।