ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন অতিরিক্ত আইজিপি।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. শামসুল আলমকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা। এসময় তাঁর সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
র্যাংক ব্যাজ পরানো শেষে নবপদোন্নত কর্মকর্তা মো.শামসুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।