মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজধানীতে নাশকতার পরিকল্পনা ও আগুন–সন্ত্রাসে জড়িত চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫



রাজধানী ঢাকায় সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী চারজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। ধানমন্ডি, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, আগুন–সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনের হয়ে মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতির অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত চারজন হলেন—হাজারীবাগ থানা যুবলীগ নেতা তাহিদুল ইসলাম অপু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিলন খান, ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বাবু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির শেখ।

বুধবার সন্ধ্যায় ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ নভেম্বর বিকাল পৌনে ৫টার দিকে ধানমন্ডির ২৮ নম্বর রোডের জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউটের গলিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় শওকত ওসমান বাবু ও মিলন খানকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। বিগত বছরগুলোয় বিরোধী মত দমনে শওকতের অত্যাচারে অতিষ্ঠ ছিল হাজারীবাগ ও ধানমন্ডির মানুষ। সে ২০২৪ এর জুলাই আন্দোলনে এ এলাকায় ছাত্রদের ওপর সশস্ত্র হামলাকারীদের মধ্যে একজন।

মাসুদ আলম আরও জানান, সরকার পতনের পর বিদেশে পালিয়ে গেলেও কিছুদিন আগে দেশে ফিরে আসে একাধিক মামলার আসামি শওকত। দেশে ফিরেই সে বিভিন্ন নাশকতার ছক আঁকে, যার তথ্য-প্রমাণ তার কাছ থেকে উদ্ধার করা মোবাইলে পাওয়া যায়। এরমধ্যে হাজারীবাগ বেড়িবাঁধে বাসে অগ্নিসংযোগরত অবস্থায় মোবাইলে ধারণকৃত ভিডিওচিত্রটিও তার মোবাইলে পাওয়া যায়। এছাড়াও ককটেলসহ বিভিন্ন বিস্ফোরকের তথ্যের পাশাপাশি তার মুঠোফোন থেকে নাশকতা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ এবং বিতরণের তথ্য-প্রমাণও মিলেছে। অভিযানে শওকতের সঙ্গে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিলন খানকেও গ্রেফতার করা হয়েছে।

রমনা জোনের ডিসি আরও জানান, গ্রেফতার শওকত ও মিলনের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে এই চক্রের আরও ২ সক্রিয় সদস্য তাওহিদুল ইসলাম অপুকে রাজধানীর হাজারীবাগ ও সাব্বির শেখকে কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার তথ্য-প্রমাণ মিলেছে। এই চক্রের আরও সদস্যদের ইতোমধ্যে শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে ধানমন্ডি থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর