বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার শেরপুরে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালিত হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৮ জন! রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাংকর ম্যাথমেটিক্স গ্লোবাল রাউন্ডে, বাংলাদেশী শিক্ষার্থীদের স্বর্ণপদক জয় সিরাজগঞ্জ -৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ শেরপুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮, থানায় অভিযোগ বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে ডাকাতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালো জাদুর ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা আত্মসাৎ, কথিত তান্ত্রিক চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫



রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারীর অবাধ্য সন্তানকে ‘বাধ্য’ করার নামে ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া কথিত তান্ত্রিক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—মো. রাকিব মাতব্বর, মো. আলাউদ্দিন ব্যাপারী, মো. মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, মো. ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান।

গতকাল বুধবার রাজধানীর জিগাতলা, রায়েরবাজার ও বৃহস্পতিবার ভোরে যশোর জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রতারণায় ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির এসব তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ আগস্ট দুপুরে এলিফ্যান্ট রোডের ভাড়াটিয়া বাসায় অবস্থানকালে ভুক্তভোগী নারী ‘কোরআনিক শিফা’ নামে একটি ফেসবুক পেজে “অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়” শিরোনামের ভিডিও দেখেন। সেখানে দেওয়া নম্বরে ফোন করলে নিজেকে তান্ত্রিক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, জ্বীনের মাধ্যমে তার সন্তানের সমস্যার সমাধান করা হবে।

প্রতারণার অংশ হিসেবে প্রথমে বিভিন্ন জিনিসপত্র কেনার অজুহাতে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা বিকাশে নেন। এরপর হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’র ছবি পাঠিয়ে কাজ চলছে বলে জানান।

পরদিন পুনরায় ফোন করে ‘জ্বীন পরিচয়ে’ চক্রের একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে শিশুটির ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায়। সমাধানের জন্য ৪৯ হাজারো টাকা দাবি করে। সন্তানকে বিপদ থেকে রক্ষার আশায় তিনি পুনরায় টাকা পরিশোধ করেন। পরে একই কৌশলে ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

এক পর্যায়ে ভুক্তভোগী শামসুন নাহার প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন বুঝতে পেরে নিউমার্কেট থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এজাহার গ্রহণের পর নিউমার্কেট থানার এসআই (নিঃ) মো. ফিরোজ আহম্মেদ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বুধবার সন্ধ্যায় হাজারীবাগ থানাধীন জিগাতলা–রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে এবং বৃহস্পতিবার ভোরে যশোরের চৌগাছা থানার যাত্রাপুর এলাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১১টি অ্যান্ড্রয়েড ফোন ও ২টি বাটন ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর