‘হলে নারীর ক্ষমতায়ন, হবে দেশের উন্নয়ন’ শ্লোগানে সিরাজগঞ্জে রোল মডেল ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী হাইস্কুল মাঠে রুরাল এ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় এ রোল মডেল ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জার্মান কর্পোরেশনের অর্থায়নে উত্তরন ও এফআইভিডব্লিউবি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, নারী ও সদর উপজেলার চারটি ইউনিয়নের নারী উদ্যোক্তারা অংশগ্রহন করেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মওলা, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সাইদী রহমান, উত্তরনের এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সাইদুর রহমান ও এফআইভিডব্লিউবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সমাজসেবার সহকারী পরিচালক খন্দকার গোলা সরোয়ার, বারটানের সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. আব্দুল মজিদ, উপজেলা ভেটেরিনারী সার্জন মিরাজ হোসেন মিসবা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা তাদের ব্যক্তিগত, সামাজিক, ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা অর্জন করে। এটি শিক্ষার সুযোগ, অধিকার সচেতনতা এবং আত্মনির্ভরশীলতার মাধ্যমে সম্ভব। নারীর নেতৃত্ব বৃদ্ধি করে। ন্যায় বিচার ও সততা সৃষ্টি করে। আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়ায়। এ জন্য প্রকল্পের আওতায় গ্রামের নারীদের শাক-সব্জি উৎপাদনসহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাজারজাত করনের সহজীকরন করে দিচ্ছেন। এতে নারীরা তাদের অধিকার রক্ষায় ভুমিকা রাখবে। অনুষ্ঠানে নারীরা ষ্টলের মাধ্যমে তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদশর্নী উপস্থাপন করেন।