রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে নির্বাচনের অভিযোগ গ্রহনের দায়িত্বে ৬ শীর্ষ কর্মকর্তা সিরাজগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলা, মারধর মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা-২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া দলের ভেতরে আড়ি পেতে থাকা দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন, রাজনৈতিক দলগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা শেরপুরে পৃথক স্থানে খড়ের পালায় আগুন: পুড়ে ছাই ৩৭ বিঘা জমির খড়, দিশেহারা দুই কৃষক শেরপুরে হলুদে রাঙিয়েছে দিগন্ত জোড়া মাঠ: লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাম্পার ফলনের আশা গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মিয়ানমারে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে: জান্তা প্রধান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার’

অনলাইন ডেস্ক / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেছেন, প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে সরকার।

শনিবার দুপুরে সিলেট রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুন নাসের খান আরও বলেন, বাংলাদেশ প্রবাসীদের কারণেই অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে এসেছে। এই দেশের প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।

এ সময় সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তুলতে জমি, কাগজপত্র ও নিরাপত্তা প্রদানসহ সব ধরনের ভোগান্তি দূর করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তৃতায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটকে লন্ডনের মতো বানানোর জন্য যা যা করার দরকার, তা করা হবে। এই দেশকে সেভাবে গড়তে হলে, দেশে ইনভেস্ট করতে হবে।

সিলেট মহানগর পুলিশ প্রবাসীদের নিরাপত্তা প্রদান করাসহ সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, রেমিট্যান্স এদেশের অর্থনীতির এনার্জি। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না, তারা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে মর্যাদার আসনে নিয়ে গেছেন।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট শহরে প্রবাসী পল্লী তৈরির কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে তা দৃশ্যমান করার চেষ্টা চলছে।

বিশেষ সেই পল্লীতে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে এবং তারা যেনো সেখানে নিরাপদে সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারেন, সেই প্রচেষ্টাও থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এছাড়া বিশ্বের ১২টি দেশ থেকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।

জেলা প্রশাসন জানায়, গত ১৬ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে।

গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। ২০ দিনে ছয় ক্যাটাগরিতে ৫৮২টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ১০৩ জনকে সম্মাননার জন্য নির্ধারণ করে বাছাই কমিটি।

ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে-সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশী পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর