বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার যে কারণে ইংরেজিতে কথা বলেন না মেসি অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে: আসিফ নজরুল জামায়াত ধর্মকে ব্যবহার করছে -ইকবাল হাসান মাহমুদ টুকু মেছড়ার গটিয়ায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শাহজাদপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ‘দুর্ব্যবহারের ঘটনা’ আড়াল করতেই এএসপিকে জড়িয়ে বিভ্রান্তিকর অভিযোগ আনে বাসচালক রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১ নোয়াখালীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা:বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জনগণই হলো পুলিশের শক্তির প্রধান উৎস: জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬



কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বাজিতপুর থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১১ টায় বাজিতপুর থানা প্রাঙ্গণে থানাধীন সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন। শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মন্ডল।

ওপেন হাউজ ডেতে পুলিশ সুপার উপস্থিত জনসাধারণের সঙ্গে থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন।

এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন,“জনসাধারণই হলো পুলিশের শক্তির প্রধান উৎস।”

তিনি আরও বলেন,গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও একটি শান্তিপূর্ণ,গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে বদ্ধপরিকর। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী জনগণের সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার এলাকার সাধারণ মানুষকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মাদক,চাঁদাবাজি,দুষ্কৃতকারীদের উৎপাত,অযথা পুলিশি হয়রানি কিংবা অন্য কোনো সমস্যার বিষয়ে খোলামেলা মতামত দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন,কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ,আর সেই লক্ষ্য বাস্তবায়নেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহীদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর