বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার যে কারণে ইংরেজিতে কথা বলেন না মেসি অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে: আসিফ নজরুল জামায়াত ধর্মকে ব্যবহার করছে -ইকবাল হাসান মাহমুদ টুকু মেছড়ার গটিয়ায় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শাহজাদপুর প্রেসক্লাবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ‘দুর্ব্যবহারের ঘটনা’ আড়াল করতেই এএসপিকে জড়িয়ে বিভ্রান্তিকর অভিযোগ আনে বাসচালক রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১ নোয়াখালীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা:বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের টেনে তোলাই প্রকৃত শিক্ষকের সাফল্য: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, ‘শিক্ষাদানের প্রকৃত সাফল্য কেবল মেধাবীদের এগিয়ে নেওয়ার মধ্যেই নয়। বরং যারা পিছিয়ে আছে, তাদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনে নিয়ে আসাই একজন শিক্ষকের আসল সার্থকতা।’

মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক সি. আর. আবরার বলেন, ‘কোনো শিক্ষার্থী পিছিয়ে থাকলে তাকে দুর্বল বা খারাপ ছাত্র হিসেবে চিহ্নিত করা ভুল দৃষ্টিভঙ্গি। এটি বরং শিক্ষকের জন্য একটি চ্যালেঞ্জ যে, তিনি তাকে কেন বোঝাতে পারছেন না। তিনি ক্লাসের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে যারা পড়াশোনায় তুলনামূলক দুর্বল বা পিছিয়ে আছে, তাদের প্রতি অধিকতর সহানুভূতিশীল হওয়ার এবং পাঠদানে নিবিড়ভাবে সম্পৃক্ত করার পরামর্শ দেন।’

শিক্ষকতাকে কেবল একটি সাধারণ চাকরি হিসেবে না দেখার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটি একটি আজীবন পালনীয় মহান দায়িত্ব।’

তিনি বলেন, ‘সরকারি চাকরির সুযোগ-সুবিধা ও শিক্ষকতার মহান আনন্দ- এই দুইয়ের সমন্বয়ে শিক্ষকদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

নৈতিকতা ও আত্মমর্যাদার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকতার সম্মান আপনা-আপনি পাওয়া যায় না, এটি নিজের আচার-আচরণ, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে অর্জন করতে হয়।’

তিনি শিক্ষকদের দলীয় রাজনীতির পঙ্কিলতা পরিহার করে নিজের কর্মযোগ্যতায় পেশাগত উচ্চ শিখরে পৌঁছানোর আহ্বান জানান।

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা আজ দৃশ্যমান, সেই ভবিষ্যতের কারিগরদের কারিগর হলেন আপনারা। এই দায়িত্ব পালনের সময় সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীলতা এবং ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি।’

নায়েমের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. শাহ্ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্নকারী ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পদক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর