সিরাজগঞ্জের কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের উদ্যোগে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি এমসিসি-বাংলাদেশ এর সহযোগিতায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন ( এমপিইউএস) এর বাস্তবায়নধীন বাংলাদেশের যমুনা নদীর তীরে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের
১,৬০০ পরিবারের জন্য জলবায়ু- অভিযোজিত খাদ্য নিরাপত্তা,জীবিকা ও দূযোর্গ প্রত্তুতি (এস.এফ.এস.এল.ভি) প্রকল্প ২য় পর্যায় শীর্তাত ১১০ জন উপকারভোগীর মাঝে শীতবস্র কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ করেন উপজেলা সমবায় অফিসার ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদুজ্জামান খান। বিতরণ কালে উপস্থিত ছিলেন মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন ( MPUS)এর প্রজেক্ট অফিসার মোঃ আবুল বাশার,ফিল্ড অর্গানাইজার আতিকুর রহমান, শামীমা আক্তার ও আব্দুর রাজ্জাক।
উল্লেখ যে,মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠন( MPUS)এর নিবার্হী পরিচালক এ টি.এম আব্দুস সাত্তার নেতৃত্বে জলবায়ু- অভিযোজিত খাদ্য নিরাপত্তা,জীবিকা ও দূযোর্গ প্রত্তুতি (এস.এফ.এস.এল.ভি) প্রকল্প ২য় কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে।