শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জুরাইনে সিএনজি চালক পাপ্পু হত্যার প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬


রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন।


তিনি জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কদমতলী থানাধীন জুরাইন এলাকার কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ও তার সহযোগীরা সিএনজি চালক পাপ্পু শেখকে লক্ষ্য করে হামলা চালায়।

পাপ্পু শেখ শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পূর্ব জুরাইনের নিজ ভাড়া বাসা থেকে বের হলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে জোরপূর্বক আটক করে। এ সময় বাপ্পারাজ তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পাপ্পুকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার শরীরের গুরুতর স্থানে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা চান।

এর ধারাবাহিকতায় আজ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পাকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত বাপ্পারাজের বিরুদ্ধে কদমতলী থানায় অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে এই হত্যাকাণ্ডের আরও দুই আসামিকে গ্রেফতার করেছিল র‍্যাব। তারা হলেন- ইউসুফ সরদার (৪৫) ও উজ্জল ওরফে কাঞ্চি (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর