বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু শেরপুরে ‘জনতার কণ্ঠে জনতার ইশতেহার’ অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে খাঁটিহাতায় মতবিনিময় সভা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব চারঘাটে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অপরাধে জরিমানা  কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬



চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্য মোতালিব হোসেন ভূঁইয়া নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। একই সঙ্গে জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসীদের অবৈধ আস্তানা আইনানুগ প্রক্রিয়ায় গুঁড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি।

মঙ্গলবার(২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে নিহত নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন র‍্যাব ডিজি।

র‍্যাব ডিজি বলেন, মোতালিবের নিহত হওয়ার ঘটনায় তার পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা হারিয়েছে তাদের পিতাকে। আমরা কখনোই তাদের পিতা বা স্বামীকে ফিরিয়ে দিতে পারব না। তবে এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি,এ পরিবারের পাশে র‍্যাব সবসময় থাকবে।

তিনি আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত র‍্যাব এর পেছনে লেগে থাকবে। জঙ্গল সলিমপুর বর্তমানে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবস্থানরত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করা হবে এবং অবৈধ কর্মকাণ্ডের সব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের উদ্দেশ্যে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় র‍্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুতে র‍্যাব ফোর্সেসসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। স্থানীয়দের হামলায় মাইক্রোবাস ফিরে আসার সময় ভাঙচুর করতে দেখা যায়।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুর।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’।

এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর