গাজীপুরের কালীগঞ্জে মেয়াদোত্তীর্ণ নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
মোবাইল কোর্টে ‘ওষুধ ও কসমেটিক আইন’ অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।