সিরাজগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে সরিষা গম চিনাবাদাম সুর্যমুখী (হাইব্রিড) শীতকালীন পেঁয়াজ মসুর খেসারী ও অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮৩১০ জন কৃষকদের মাঝে প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত, কৃষিবিদ একেএম মনজুরে মাওলা ও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এসএম নাসিম হোসেন প্রমূখ।