বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭টি জাহাজ উন্মুক্ত স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পুঁজিবাজারে বিনিয়োগ সচেতনতা বৃদ্ধিতে আইসিবির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫



রাজশাহীতে “তারুণ্যের উৎসব–২০২৫” উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পুঁজিবাজারে বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আয়োজিত “গ্রাহক সেবা পক্ষ” কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর, রাকাবের মহাব্যবস্থাপক তাজউদ্দিন আহমেদ এবং রূপালী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আইসিবির তিনটি সহযোগী প্রতিষ্ঠান—আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড—এর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী অঞ্চলের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং আইসিবির গ্রাহকসেবা গ্রহণকারী সম্মানিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, “পুঁজিবাজার কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তিই নয়, এটি দেশের তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইসিবি’র এই উদ্যোগ তরুণদের মাঝে বিনিয়োগ-সচেতনতা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ ও শক্তিশালী আর্থিক কাঠামো গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”

বক্তারা বিশ্বাস প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম পুঁজিবাজারে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাবে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর