শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে সুদের টাকা ঋণের দায়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার অভিযোগ স্ত্রীর

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশ থেকে ইমদাদুল সরকার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের তালগাছী করতোয়া নদীর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমদাদুল সরকার উপজেলার মাকোরকোলা গ্রামের লেদু সরকারের ছেলে।

নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, গতকাল শুক্রবার রাতে তার স্বামী নিহত এমদাদুল তাকে মোবাইল করে জানান কয়েকজন তার কাছে সুদের টাকা পায় কিন্তু টাকা না দিতে পেরে এবং স্থানীয় একজন বিশ হাজার টাকার বিনিময়ে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার চাপ সৃষ্টির কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে এরপর আর বাড়ী ফিরে আসেনি।

নিহত ইমদাদুলের বাম পায়ের হাটুর উপরে লাল কালি দিয়ে মৃত্যুর জন্য দায়ী কয়েকজন পাওয়ানাদারের নাম লেখা রয়েছে দাবি করেন নিহতের স্ত্রী।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে এসেছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের ঋণের কারণেই আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, লাশ ময়নাতনদের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রহস্য ঘেরা উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর