মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
বুধবার(২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির তথ্য জানা যায়। এ দিন দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়।
মোহাম্মদ বিল্লাল হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। একজন মেধাবী, কর্মনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে কাজ করেছেন। তার নেতৃত্বে মৌলভীবাজার জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করছেন জেলার সাধারণ মানুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য এবারই প্রথম লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে জেলাভিত্তিক নতুন এসপি নির্বাচন করা হয়।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসাবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫ ও ২৭ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।