নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নগ্ন ছবি–ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রংপুরে প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃতরা হলেন— মো. আজম আলী ও মো. সাফায়েত হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) রাত প্রায় ১০টা ১০ মিনিটে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কলেজ রোডের বনানী পাড়া এলাকায় এটিইউর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় প্রতারণায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
পুলিশ জানায়, ডিএমপি উত্তরা পশ্চিম থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় দায়ের হওয়া মামলা (নং—১৯, তারিখ—১৬ নভেম্বর ২০২৫) তদন্তের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পরিচয়ে বন্ধুত্ব করে বিভিন্ন ব্যক্তির নগ্ন ছবি–ভিডিও সংগ্রহের পর সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করত চক্রটি।
উত্তরা পশ্চিম থানার অধিযাচন পত্র এবং এটিইউ অ্যাপে পাওয়া অভিযোগ বিশ্লেষণ করে অর্গানাইজড ক্রাইম শাখা ও এটিইউর রংপুর বিভাগীয় কার্যালয়ের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রতারণা চক্রের মূলহোতা আজম আলীসহ দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।