ভারতীয় আধিপত্যবাদীদের গুলিতে শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর স্মরণে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলী আলম।
এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা: সেলিম রেজা, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, ছাত্রশিবিরে বেলকুচি উপজেলা শাখার সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, শহীদ ওসমান বিন হাদী ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার বিপ্লবী সিপাহি সালাহ। তাকে হত্যা করে ন্যায় ও হক প্রতিষ্ঠার আন্দোলনকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের এই সংকটময় সময়ে সংযম, দায়িত্বশীলতা ও জাতীয় ঐক্যই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ।