রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ
টিকিটবিহীন ৬৮১৫ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আদায় হাদিকে গুলি: ফিলিপকে ধরতে সর্বশক্তি নিয়োগ করেছে বিজিবি হাদিকে গুলির ঘটনায় ‘অনেকে ডিবির নজরদারিতে’ রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত: মোটরসাইকেলে আগুন খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল চলনবিলে কচুরিপানার আগ্রাসন, অনিশ্চিত ৫ হাজার হেক্টর বোরো চাষ গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চলনবিলে কচুরিপানার আগ্রাসন, অনিশ্চিত ৫ হাজার হেক্টর বোরো চাষ

নাসিম নাটোর প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

মৎস্য ও শস্য ভাণ্ডার নামে খ্যাত দেশের সর্ববৃহৎ চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় অবাঞ্ছিত কচুরিপানার আগ্রাসনে বোরো ধান চাষ মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘস্থায়ী ও অসময়ের বন্যার পানিতে উজান থেকে ভেসে আসা কচুরিপানা ও আগাছায় উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর কৃষিজমি বর্তমানে নিমজ্জিত।

বন্যার পানি নামতে শুরু করলেও জমি প্রস্তুত তো দূরের কথা, কচুরিপানা পরিষ্কার করতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। প্রতিবছর এ সময় কৃষকদের বীজতলা তৈরি ও বোরো ধান রোপণের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা থাকলেও এবার তার ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজরাহার, চৌগ্রাম, সিংড়া পৌর এলাকার উত্তর ও দক্ষিণ দমদমা, হিয়ালা বিল, ডাহিয়া, পাঁড়িল, কাউয়াটিকরি, বেড়াবাড়ি, গাড়াবাড়ি, সরিষাবাড়ি ও সাঁতপুকুরিয়া এলাকার বিস্তীর্ণ জমিতে কচুরিপানা জমে রয়েছে।

কৃষকদের অভিযোগ, বর্ষা মৌসুমের শুরু থেকে ছোট-বড় খালগুলোতে বাঁশের বানা দিয়ে বেড়া দেওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে। ফলে উজান থেকে ভেসে আসা কচুরিপানা খাল ও বিল এলাকায় আটকে গিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী, যেসব জমিতে কম কচুরিপানা রয়েছে সেগুলো পরিষ্কার করতে ৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। আর বেশি কচুরিপানা জমে থাকা জমি পরিষ্কার করতে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক কৃষকই এবার বোরো ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

উপজেলার হিয়ালা বিলে অন্তত ২০০ হেক্টর জমি কচুরিপানার কারণে অনাবাদি থাকার আশঙ্কা করা হচ্ছে। দ্রুত পরিষ্কারের আশায় কেউ কেউ জমিতে কীটনাশক ও বিষ প্রয়োগ করলেও এতে কোনো সুফল মিলছে না বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে সিংড়া উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে কচুরিপানা জমে আছে, যা পরিষ্কার করতে জমিভেদে ৫ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে।

কৃষি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, প্রতি বছর এভাবে কচুরিপানার বিস্তার অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই পুরো চলনবিল কচুরিপানায় গ্রাস হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বোরো ধানসহ সামগ্রিক কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর