রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
টিকিটবিহীন ৬৮১৫ যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা আদায় হাদিকে গুলি: ফিলিপকে ধরতে সর্বশক্তি নিয়োগ করেছে বিজিবি হাদিকে গুলির ঘটনায় ‘অনেকে ডিবির নজরদারিতে’ রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই : অতিরিক্ত আইজিপি পাখি শিকারের তথ্য দিলেই শীতবস্ত্র উপহার বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত: মোটরসাইকেলে আগুন খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল চলনবিলে কচুরিপানার আগ্রাসন, অনিশ্চিত ৫ হাজার হেক্টর বোরো চাষ গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও সুফি চিন্তাবিদ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় ঢাকা আহ্‌ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে মিরপুর-১ মাজার রোডে নগর মাতৃসদনের সেমিনার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সহ-সভাপতি ডা. মোহাম্মাদ খলিলুল্লাহ এবং সহ-সভাপতি ড. এস. এম. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

আলোচনা সভায় বক্তারা হজরত শাহ ছুফী খানবাহাদুর আহছানউল্লা (র.)-এঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবদরদি ব্যক্তিত্ব। ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছিলেন এবং সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মধারা পরবর্তীকালে ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহ্‌ছানিয়া মিশন এবং ১৯৫৮ সালে ঢাকা আহ্‌ছানিয়া মিশনসহ দেশের বিভিন্ন স্থানে মিশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। যা আজও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আলোচনা সভা শেষে তাঁর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মিশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর