
কাজিপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গণ উন্নয়ন কেন্দ্র গাক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ।
প্রধান অতিথি হিসেবে বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। গাক এর প্রজেক্ট অফিসার মুশকর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজী আব্দুর রশিদ তারা মাস্টার, কাজিপুর থানার এস আই আকবর আলী, সাংবাদিক আব্দুল জলিল, মেঘাই সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন, চালিতাডাঙ্গা বি এন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক টি এম মাহবুবুর রহমান,মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক টি এম কামাল, উপজেলা পরিষদ জামেমসজিদ এর পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদের, বিবাহ নিবন্ধক মোঃ জাকির হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক প্রতিনিধি, ইমাম, সাাংবাদিক, পিয়ার লিডার, এনজি ও প্রতিনধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।