বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রলি- মোরটসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত এনায়েতপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ওসমান হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেফতার ভাড়ার চুক্তির আড়ালে এসি বাস জিম্মি প্রভাবশালীর ছত্রছায়ায় প্রশাসনের নীরবতা, খুলনায় চাঞ্চল্যকর জালিয়াতি ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী আটক এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাঞ্জা নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেফতার তারেক রহমানের গমনাগমন,বিভিন্ন এলাকায় ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা ডিএমপির নৌ পুলিশের অভিযানে ছয়দিনে আটক ২৬৪ বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫



বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) কর্মশালাটি বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীর বিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এসময় তিনি ‘সঞ্জীবন প্রকল্প’-এর উদ্দেশ্য ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরে বলেন, প্রকল্পটি আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে দক্ষ ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন সদস্যদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী প্রয়াস। সুবিধাবঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে তা সর্বোত্তম বিনিয়োগ হিসেবে রূপ নেবে। প্রতিটি কর্মকাণ্ড স্বচ্ছ, প্রশ্নাতীত ও সর্বজনস্বীকৃত হতে হবে।

উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্পভিত্তিক প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া ও সদস্য নির্বাচন কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নন-এগ্রোবেজড কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক জনাব রুবেল উকিল। কৃষিভিত্তিক উদ্যোগের বিষয়ে বক্তব্য রাখেন ২ মহিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস, যেখানে তিনি টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের গুরুত্বে আলোকপাত করেন।

উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিশেষ মোটিভেশনাল সেশন পরিচালনা করেন ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। তিনি বাস্তব অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের সফল উদ্যোগ পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন।

দিবসব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্প প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের সম্ভাবনা ও সমস্যা সমাধানের দলগত পদ্ধতি নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পদবীর প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর