বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোররাতে রেডিসন-ব্লু এলাকায় ভয়াবহ ডাকাতি: ট্রাকসহ ৪৬ লাখ টাকার মালামাল উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫


রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন রেডিসন ব্লু হোটেল এলাকায় ভয়াবহ ট্রাক ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,বলরাম হালদার, মো. শহিদুল ইসলাম, মো. রাজিব।

গত মঙ্গলবার ও বুধবার সাভারের হেমায়েতপুর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। এ সময় ডাকাতির শিকার হওয়া ট্রাক ও বিপুল পরিমাণ লুণ্ঠিত চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার(২৪ ডিসেম্বর) রাতে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর বিকালে দিনাজপুর সদর থানাধীন দুই ভাই অটো রাইস মিল থেকে একটি নিটল টাটা ট্রাকে চিনিগুড়া আতব চালের ৬০০ বস্তা লোড করে ফেনীর উদ্দেশে রওনা দেন ট্রাকচালক মো. আশরাফুল আলম ও তার সহকারী নয়ন চন্দ্র রায়। পরদিন ৯ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে ক্যান্টনমেন্ট থানাধীন হোটেল রেডিসন ব্লু থেকে বনানীগামী ফ্লাইওভারে ওঠার ঢালে পৌঁছালে একটি পিকআপে করে আসা ৭–৮ জন ডাকাত ট্রাকটির গতিরোধ করে। এসময় ডাকাতরা চাপাতির ভয় দেখিয়ে চালের ট্রাকের গ্লাস ভেঙে চালক ও হেল্পারকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে নেয়। পরে তাদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে ট্রাকসহ চাল ভর্তি সব মালামাল নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় ডাকাতির মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে এবং গত ২৩ ও ২৪ ডিসেম্বর হেমায়েতপুর বাজার এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে। অভিযানে লুণ্ঠিত ট্রাক উদ্ধার করা হয়। পাশাপাশি বলরাম হালদারের কাছ থেকে ২৯০ বস্তা এবং শহিদুল ইসলামের কাছ থেকে আরও ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, ডাকাতির শিকার হওয়া ট্রাকের মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা এবং ৬০০ বস্তা আতব চালের মূল্য প্রায় ১১ লাখ টাকা। অর্থাৎ এতে মোট ৪৬ লাখ টাকার মালামাল লুণ্ঠন করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হলে আসামি রাজিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর