
নওগাঁয় শাহীন স্কুলের অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতা, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ ঘটিকায় শাহীন স্কুল নওগাঁ শাখার উকিলপাড়া ক্যাম্পাসে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির ১ম-১০ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরিক্ষার রেজাল্ট শীট বিতরণ ও পরিক্ষায় সর্বোচ্চ রেজাল্ট অর্জন করা প্রতি ক্লাসের টপ ৫জন করে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদানের পাশাপাশি সেফ ফাউন্ডেশন কর্তক ৫ম শ্রেণীর বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ হওয়া শাহীন স্কুলের ৩ শিক্ষার্থী- রদিয়া, মোঃ হোসাইন আল সাদ ও আফিয়া হাবিব আন্নি সহ শহরের অন্যান্য স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজনটির মূল আকর্ষণ অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতায় প্রতিষ্ঠানটির ৯ম শ্রেণীর ‘পদ্মা’ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘যমুনা’ দলের অংশগ্রহণে ‘কোনটি বেশি ক্ষতিকর ‘মোবাইল-মাদক’ বিষয়কে সামনে রেখে পক্ষ-বিপক্ষ দুটি দলের তর্ক বিতর্ক শেষে বিচারকদের রায়ে প্রতিষ্ঠানটির ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের বিপক্ষ দল ‘যমুনা’ চ্যাম্পিয়ন হয়।
পরে চ্যাম্পিয়ন দলের মারিয়াম, মায়মুনা ও হুমায়রাকে বিয়য়ী পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান ও পক্ষ দলকে রানার্স আপ হওয়ায় পক্ষ দলের স্বপ্নীল, সিয়াম ও মাহিকে স্বান্তনা পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।
শাহীন স্কুল নওগাঁ শাখার পরিচালক মোঃ রেজাউল ইসলাম রেজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবন ক্ষেত্র পুরোটাই পরিক্ষা কেন্দ্র। বার্ষিক পরিক্ষায় ভালো রেজাল্ট করে যারা পুরষ্কৃত হয়েছো এবং যারা পুরষ্কার অর্জন করোনি সবার জন্যও শুভকামনা। মনে রাখবে, জীবনে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এ ক্ষেত্রে শিক্ষার বিকল্প নেই।
এছাড়া বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ করা দুটি দলকেই অভিনন্দন জানান প্রতিষ্ঠানটির নওগাঁ শাখার এই পরিচালক।#