রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশে থেকে আরাফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হলেও পুলিশ জানিয়েছে, সেটি খেলনা পিস্তল, যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।
সোমবার(২৯ ডিসেম্বর) রাতে আন্দোলনকারীরা তাকে পিস্তলসহ আটকের পর শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, যুবক কেন পিস্তল এনেছিলেন তা নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে পাওয়া অস্ত্রটি খেলনা পিস্তল। বর্তমানে তিনি শাহবাগ থানায় হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চে চতুর্থ দিন শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করছেন।