গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের স্বৈরাচারী নেতাদের বিরুদ্ধে বিএনপির এক নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার মৌচাক-চাবাগান আঞ্চলিক সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ও তাদের অনুসারীরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলা হয়। হামলার কারণে পরিবারের সদস্যরা চরম আতঙ্কে পড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার প্রতিবাদে একই দিন দুপুরে মৌচাক-চাবাগান আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।