বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১ নোয়াখালীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা:বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রবিবার তারেক রহমান সিরাজগঞ্জে আসছেন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের টেনে তোলাই প্রকৃত শিক্ষকের সাফল্য: শিক্ষা উপদেষ্টা কাজিপুরে যৌথ অভিযানে তিনটি দোকানে অর্থদন্ড কুড়িগ্রামে ১০ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন হাদি, জড়িত ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি: ডিবি জনগণই হলো পুলিশের শক্তির প্রধান উৎস: জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন শাহজালালের অর্থ আত্মসাৎ, ইকবালের ১২ ফ্ল্যাট ও ৯১ গাড়ি জব্দ করেছে সিআইডি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তীব্র শীতার্ত ও দুস্থদের জন্য আনসার ভিডিপি’র উদ্যোগে এক হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬



কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে বিপাকে পড়া রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার-ভিডিপি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায়।

রবিবার (৪ জানুয়ারি ) ঢাকার পল্লবী এলাকার ষোল বিঘা বালুর মাঠে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আনসারের পরিচালক আসাদুজ্জামান গনি বলেন, আনসার ও ভিডিপি শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

আনসার-ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রকৃত অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সূত্র আরও জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট জেলায় মোট ছয় হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বগুড়া ও জামালপুর জেলায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এছাড়া রাজধানীর কড়াইল বস্তিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝেও আনসার বাহিনীর পক্ষ থেকে ৯০০টি কম্বল বিতরণ করা হয়।

সমগ্র কার্যক্রমে ঢাকা মহানগর আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিডিপি) সার্বিক তত্ত্বাবধান করে। এ সময় বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর