বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্য সাক্ষাৎ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু শেরপুরে ‘জনতার কণ্ঠে জনতার ইশতেহার’ অনুষ্ঠানে শিক্ষা ও উন্নয়ন পুনরুদ্ধারে একতাবদ্ধ হওয়ার ডাক নিরাপদ ও সুশৃঙ্খল মহাসড়ক ব্যবস্থাপনা বিষয়ে খাঁটিহাতায় মতবিনিময় সভা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব চারঘাটে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অপরাধে জরিমানা  কাজিপুরে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় নানা আয়োজনে পিঠা উৎসব

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬




বাঙালির ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর লক্ষ্যে মঙ্গলবার উল্লাপাড়ায় ব্যতিক্রমী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি আকবর আলী কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আলম।

কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো সরকারি আকবর আলী কলেজে শীতের পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে কলেজের ১৪টি বিভাগ ও ডিগ্রি (পাস কোর্স) শাখার শিক্ষার্থীরা অংশ নিয়ে মোট ১৫টি স্টল স্থাপন করেন। স্টলগুলোতে তেল পিঠা, ভাপা পিঠা, ডিম পুলি, ঝাল পিঠা, বকুল পিঠা, মোমো পিঠা, মিষ্টি কুমড়া পিঠাসহ প্রায় ৩০ প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
সকাল থেকে উৎসব প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পিঠা দেখার পাশাপাশি ক্রয় করে দর্শনার্থীরা উৎসবটি উপভোগ করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোছাঃ আফরোজা খাতুন ও মোছাঃ হালিমা খাতুন জানান, তাদের স্টলে রাখা পাটিসাপ্টা, ঝিনুক পিঠা, নকশি পিঠা ও মিষ্টি কুমড়া পিঠা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুল আলম বলেন, আধুনিকতার প্রভাবে শিক্ষার্থীরা এখন দেশীয় খাবারের চেয়ে ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকছে। শীতের ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। শিক্ষার্থীরা উৎসবটি প্রাণভরে উপভোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর