বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কৃষি উন্নয়নের মাধ্যমে সবুজায়নের বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশের এক ইঞ্চি আবাদী জমি নষ্ট করে শিল্প-ইন্ডাষ্ট্রি গড়ে তোলা হবে না। কৃষিকাজ সফলভাবে করতে কৃষকদের কৃষি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে ন্যায্যমুল্যে সার-বীজ পেয়ে ফসল উৎপাদন বাড়াতে পারবে।
বৃহস্পতিবার দিনভর সদর উপজেলার সয়দাবাদে নির্বাচনী প্রচারনা সভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, জান্নাতের মালিক আল্লাহ। অথচ একটি দল ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। বিশেষ করে গ্রামের সহজ-সরল মা-বোনদের তালিমের নামে কোরান শপথ করে ভোট চাচ্ছে। মুলত এরা মোনাফেক ও ধোকাবাজ এবং ধর্ম ব্যবসায়ী। আপনারা কেউ এসব ধোকাবাজদের কথা শুনবেন না।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহিলাদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে এককালীন টাকা পাবে এবং সেই টাকা দিয়ে হাঁস-মুরগী পালনসহ ক্ষুদ্র কুটির শিল্প ব্যবসা করে পরিবারকে সহায়তা করতে পারবে। শিক্ষিত যুবক-যুবতীদের প্রশিক্ষন দেয়া হবে এবং চাকুরী না পাওয়া পর্যন্ত ভাতা প্রদান করা হবে। চিকিৎসার জন্য হেলথ কার্ড দেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত হিসেবে একটি নিরাপদ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
নির্বাচনী জনসভাগুলোতে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক এ্যাড. নাজমুল হক, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ নারী-পুুরুষ অংশগ্রহন করেন।