বাংলাদেশ জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে একই মঞ্চে সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। বক্তব্যে তিনি স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আমিনুর ইসলাম মিঞা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ উপস্থাপনা করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কাজিপুর ক্যাম্পের প্রধান মেজর মাহমুদুল হাসান। সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ।
জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ জন দলীয় ও ১ জন স্বতন্ত্র, মোট ৬ জন প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজ নিজ ইশতেহার পাঠ করেন।
৬ জনের মধ্যে রয়েছেন, বিএনপি’র সেলিম রেজা,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ শাহীনুর আলম,জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন,
নাগরিক ঐক্যের নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর।
এর মধ্যে সকল প্রার্থী তাদের ইশতেহারে চরাঞ্চলের জীবন মান উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও মুক্তিযুদ্ধ, কৃষি, যোগাযোগ, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা, শিল্পায়ন, নারীর অগ্রাধিকার, জনশক্তি ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলো ইশতেহারে অগ্ৰাধীকার পায়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, থানা পুলিশের ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান , গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।