শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চিরনিদ্রায় শায়িন হলেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬


তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব সদ্য প্রয়াত এম হাফিজ উদ্দিন খানের (৮৯) জানাযা শেষে দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ জুম্মা সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কবরস্থান মাঠে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

নিহতের মামাতো ভাই লিয়াকত আলী বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরায় ১ নম্বর সেক্টরের নিজ বাড়িতে বাধ্যর্কজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সকালে ঢাকা থেকে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে তাঁর মরদেহ নিয়ে আসা হয়।

এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনাসহ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে অবসর গ্রহণের পর থেকে উত্তরার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ খান সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর