সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আরও কৌশলী হতে পারত বিসিবি: আমিনুল

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। দেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের দিকে তাকিয়ে এমন সিদ্ধান্তে খুশি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তবে তিনি মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কূটনৈতিক দক্ষতা দিয়ে এই টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করতে পারত।

কাল এক অনুষ্ঠানে আমিনুল বলেন, ‘মোস্তাফিজুর রহমানের বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইপিএলের সঙ্গে জড়িত যারা আছে, তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যেত। এমনটা হলে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো না। সেই জায়গা থেকে মনে হয় ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।’

আমিনুল দেখছেন, সবার আগে দেশের সম্মান ও নিরাপত্তা। তিনি বলেন, ‘ভারতে আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি, সবার আগে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য ও সম্মান রাখার জন্য দেশকে সমর্থন করি। কিন্তু ক্রিকেট আমাদের ঐতিহ্য, এই খেলার সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান জড়িয়ে আছে। তাই এক্ষেত্রে ক্রিকেট বোর্ড আরও কৌশলী হতে পারত।’

তিনি বলেন, ‘আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির সঙ্গে কথা বলে সমাধান করতে পারতাম। কিন্তু সেদিকে নজর না দিয়ে তারা নিজেদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আইসিসির সঙ্গে সুদূর প্রসারি আলোচনা করলে সমস্যা সমাধান হওয়ার সুযোগ ছিল। ক্রিকেটাররা মাঠে খেলবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ দীর্ঘদিন বিশ্বকাপ খেলছে। কাদের অবহেলার কারণে এবং অজ্ঞতার কারণে খেলতে পারছি না সেটাও দেখা উচিত। সমাধান করার সুযোগ ছিল কি-না সেটাও যাচাই করা উচিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর