কুমিল্লায় জামায়াত আমিরের সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সমাবেশের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ৩১ জানুয়ারির পরিবর্তে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।
জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সদস্য আর কে রাসেল জানান, কুমিল্লা টাউন হলের সমাবেশের পরের দিন সকালে চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক আরেকটি নির্বাচনি জনসভা প্রধান অতিথির বক্তব্য দেবেন আমিরে জামায়াত।
এ সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিসি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম।