মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে সাজ্জাদ হত্যা, বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদকঃ / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫


চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ছাত্রদলকর্মী মো. সাজ্জাদ হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটিয়ার জঙ্গলখাইন ও নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রিয়াজ করিম (৩৩) ও মো. ইউসুফ ওরফে হিরন (২৫)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে সিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয় আয়োজিত এক সংঘর সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন।

তিনি জানান, ছাত্রদললর্মী সাজ্জাদ হত্যা মামলায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান,সাজ্জাদ হত্যা মামলার দুই আসামি রিয়াজ ও হিরণকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় এস.এন.বি এন্টারপ্রাইজ নামীয় নির্মাণ সামগ্রী বিক্রয়ের অফিস থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত, একটি বিদশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি বুলেট ও একটি বুলেটের খোসা উদ্ধার করা হয়।

এর আগে ২৮ অক্টোবর রাতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে এক্সেস রোড এলাকার বগারবিলের মুখে যুবদলের দুপক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলকর্মী সাজ্জাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর