বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
শনিবার (১ নভেম্বর) সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনে সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন
প্রধান অতিথি বক্তব্যে বলেন বিএনপির প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রধান অতিথি ,আরো বলেন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, একবার পি আর আরেকবার গণভোটের বাহানায়।আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি কর্মী জীবিত থাকতে ২৬এর ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ এর পক্ষে কাজ করার জন্য পাড়ায় মহল্লায় নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর শরিফ সোহাগ ও পৌরসভা যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গণি পাটোয়ারী মামুন, মাসুদের রহমান।
বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন রনি, সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম।