মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আওয়ামী লীগের কার্যালয় দখল বিষয়ে এনসিপির বক্তব্য

চট্টগ্রাম প্রতিনিধি : / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির নেতারা।

চট্টগ্রামে আওয়ামী লীগের উত্তর জেলা কার্যালয় দখল করার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা

গতকাল বুধবার বিকেলে নগরের বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রাফসান জানি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জসীম উদ্দিন।

লিখিত বক্তব্যে এরফানুল হক বলেন, আপনারা অবগত আছেন, ফ্যাসিবাদী রাষ্ট্রবিরোধী সংগঠন আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা আমরা প্রতিদিনই বিভিন্ন মাধ্যমে জানতে পারি। এই সকল কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা চট্টগ্রামেও বিভিন্ন জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত, তা আপনারা জানেন। আমরা জাতীয় নাগরিক পার্টি (জেএনপি) চট্টগ্রামের শান্তিকামী মানুষদের সঙ্গে নিয়ে তাদের এসব নীল নকশা নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গত ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী চট্টগ্রামের দোস্ত বিল্ডিংয়ে একত্রিত হয়ে বাকলিয়া এক্সেস রোডে কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা তা প্রতিহত করতে সক্ষম হই। এই ঘটনা আমাদের নাড়া দিয়েছে। কারণ, আমরা দেখেছি ফ্যাসিবাদী দলের কার্যালয়গুলো ৫ আগস্টের গণঅভ্যুত্থানকারীরা বন্ধ করে দিলেও তারা দোস্ত বিল্ডিংয়ে এখনো অবৈধভাবে অফিস চালাচ্ছে। বিল্ডিং কর্তৃপক্ষ জানায়, গত ১২-১৫ বছর ধরে তারা বিনা ভাড়ায় দখল করে সেখানে অবস্থান করছে ও অপকর্ম চালাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি (জেএনপি) দৃঢ়ভাবে ঘোষণা দিচ্ছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিবাদী কোনো সংগঠনের উত্থান ঘটতে দেব না।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে এনসিপির নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয়টি দখলের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর