ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন টি. এম মোশাররফ হোসেন। শনিবার নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে নবাগত পুলিশ সুপারকে নোয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
টি. এম মোশাররফ হোসেন ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ফরিদপুর সদরের সন্তান মোশাররফ হোসেন কর্মজীবনে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁসহ বিভিন্ন ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে খুলনা জেলায় এসপি হিসেবে পদায়ন করে সরকার।
বাহিনীতে দক্ষতা ও সততার জন্য পরিচিত এই পুলিশ কর্মকর্তা পুলিশ বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ লাভ করেছেন।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নোয়াখালীসহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন ও রদবদল করে সরকার। এতে লটারির মাধ্যমে নোয়াখালীর এসপির দায়িত্ব পান তিনি।