ঢাকার কেরানীগঞ্জ থেকে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৯ কেজি গাঁজাসহ তিনজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। বুধবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা আসামিরা হলেন—হাসিনা বেগম, হেনা আক্তার ও মোসা. রুবি।
বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউপির খোলামোড়া এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান পরিচালনা করে র্যাব। এতে আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৯ (উনপঞ্চাশ) কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৫৪ হাজার ৫২০ টাকা ও একটি ছোট ডিজিটাল নিক্তি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় শরীরে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।