চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে গত এক বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এলাকার কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক আধুনিক রূপ পেয়েছে। তবে এই উন্নয়নের ধারায় এখনো পিছিয়ে রয়েছে দক্ষিণ নোয়াপাড়া গ্রামের চৌধুরী হাট এলাকার গুরুত্বপূর্ণ ঝিকুটি পাড়া সড়ক।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি পানিতে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে ঝিকুটি পাড়া এলাকার প্রায় এক হাজারের বেশি পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকাবাসী জানান, এই সড়কটি দিয়ে পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলার বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কটির বেহাল দশার কারণে শুধু স্থানীয়রা নয়, আশপাশের এলাকার মানুষও দুর্ভোগে পড়ছেন।
দুবাই প্রবাসী মো. জুবায়ের বলেন, আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের সত্যিই মুগ্ধ করেছে। নোয়াপাড়া ইউনিয়নের বেশিরভাগ সড়ক এখন শহরের মতো আধুনিক। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ঝিকুটি পাড়াবাসীর পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে। এখন আমাদের একটাই অনুরোধ, তিনি যেন ঝিকুটি পাড়া সড়কটির দিকে দৃষ্টি দেন।
তিনি আরও বলেন, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে সপ্তাহে দুই দিন হাট বসে। ঝিকুটি পাড়া সড়কটি সংস্কার করা হলে চৌধুরী হাটের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং স্থানীয় বাণিজ্যে গতি আসবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নোয়াপাড়ার অন্যান্য সড়কের মতো ঝিকুটি পাড়া সড়কটিও দ্রুত সংস্কার হয়ে আধুনিক রূপ পাবে। এতে জনদুর্ভোগ কমার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।