সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
১৬ দেশের প্রবাসী শিশুদের বাংলায় শেখাচ্ছে ইলিবেক ভোটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য, ২৫ হাজার বডি ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ কিশোরগঞ্জ সফরে উপদেষ্টা আদিলুর রহমান খান,গণভোট বিষয়ে মতবিনিময় শেরপুরে ‘মাদককে না’ বলে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী শেরপুরে শহীদ জিয়ার ৭০তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে শোক বই উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনা, প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি: মির্জা ফখরুল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে শহীদ জিয়ার ৭০তম জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬


আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় খন্দকারপাড়া শেরপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও আদর্শের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোঃ সিরাজ বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তাঁর আদর্শকে বুকে ধারণ করেই বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাউছার মো: কলিন্স এবং শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসফি শাওন। কৃষক দল নেতা মেহাব্বত, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ, ছাত্রদলের আহ্বায়ক আরমান, সদস্য সচিব শাহদৎ হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত, ছাত্র নেতা জাকারিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: ইসলাম হোসেন করা হয়। দোয়া মাহফিলে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর