প্রান্তিক আয়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। ২২ জানুয়ারি সকালে উপজেলার আলমপুর চৌরাস্তা সংলগ্ন মরিয়ম ডিলারের বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম,খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান। অপর দিকে উপজেলার নতুন বাজারে জালাল উদ্দীন ডিলারের বিক্রয় কেন্দ্রে উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ট্যাগ অফিসার আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিলার জালাল উদ্দীন।
উল্লেখ যে, প্রতিদিন সকাল ১০ টা হতে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্তভাবে এ কার্যক্রম চলবে। প্রতিদিন ১টি পরিবার সর্বোচ্চ ৫কেজি করে চাল ৩০টাকা দরে মোট ১৫০ টাকায় কিনতে পারবেন। প্রতিটি ডিলার পয়েন্ট হতে দৈনিক ৫০০ কেজি করে চাল বিক্রিয় করা হবে।