মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাঙ্গামাটি রাজবন বিহার পরিদর্শন করলেন পুলিশ সুপার ফরহাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫



৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) রাঙ্গামাটি রাজবন বিহার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বিহার প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের চলাচল ও জননিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন,কঠিন চীবর দান উৎসব পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন। এই আয়োজনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা রাঙ্গামাটি জেলা পুলিশের সামাজিক দায়িত্ব ও পেশাগত অঙ্গীকার।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরীসহ রাজবন বিহার উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর