
সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৫/২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম,চিনাবাদাম, সূর্যমুখী,শীতকালীন পিঁয়াজ, মসুর, অড়হড় ও খেসারী শীতকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর ) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর আয়োজিত অত্র কার্যালয় চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান । এতে অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হযরত আলী ,উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, শাহীন আলম, মুসলিম উদ্দিন প্রমুখ।এ সময় শীতকালীন শাক সবজির সরিষা – ৪০০০ জন কৃষক , জনপ্রতি বীজ ১ কেজি,১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।, গম ৩৩০ জন কৃষক,জনপ্রতি ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,চীনাবাদাম ৩৭০০ জন কৃষক, প্রত্যেকে ১০ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ৫কেজি এমওপি, শীতকালীন ৩০ জন,জনপ্রতি ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,মসুর ১২০ জন,জনপ্রতি ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি,খেসারী ১১০০জন,জনপ্রতি ৮ কেজি বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি,সূর্যমুখী ৩০ জন,জনপ্রতি ১কেজি বীজ ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি ও অড়হড় ১০
জন,জনপ্রতি ২কেজি বীজ ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। কৃষি বিভাগের কাছ থেকে জানা যায় মোট ৫ হাজার কৃষক কে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।