শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল

অনলাইন ডেস্ক: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
-প্রতীকী ছবি।

চলতি বছরের ২০ জানুয়ারি  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। ক্ষমতায় আসার প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল করেছে দেশটির প্রশাসন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের স্বজ্ঞাত অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে যেখানে শুধু অবৈধ অভিবাসীদের নয়- ভিসাধারী বৈধ ব্যক্তিদের মধ্য থেকেও কিছু বিষয় লক্ষ্য করা গেছে।

প্রায় ১৬,০০০টি ভিসা বাতিল হয়েছে ‘ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ অভিযোগে। ১২,০০০টি বাতিল হয়েছে ‘হামলা বা সহিংসতা’ অভিযোগে। প্রায় ৮,০০০টি বাতিল হয়েছে ‘চুরি’ অভিযোগে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “এই তিনটি অপরাধ (ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, হামলা, চুরি) এই বছরের প্রায় অর্ধেক ভিসা বাতিলের কারণ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগস্ট মাসে ৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে- মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থাকা, আইন ভঙ্গ এবং সামান্য ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদে সমর্থন’সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।  বিশ্লেষকরা বলছেন, শুধুই অপরাধভিত্তিক না হয়ে রাজনৈতিক উত্তেজনা, সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম, বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের নিয়েও নজরদারি বাড়ছে।

এছাড়া রাষ্ট্রদূত ও ভিসা কর্মকর্তাদের জন্য দেওয়া নির্দেশনায় বিদ্যমান ভিসাধারীদের উপর নিরবচ্ছিন্ন যাচাই চালু করা হয়েছে যাতে আইনভঙ্গ, সন্ত্রাস-সমর্থন বা নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করা হয়।

তথ্য সূত্র- রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর