বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতি একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা প্রায় ২০বছর ভোট দিতে পারেনি। দেশের মানুষ ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই তফশীল ঘোষণা করতে হবে।
আগামী ডিসেম্বরের মধ্যে তফশীল ঘোষণা করতে না পারলে ফেব্রুয়ারীর প্রথমে নির্বাচন করা সম্ভব হবে না। দুলু বলেন, আওয়ামী লীগ দেশে শাসনের নামে জাতির উপরে যে হত্যা, গুম, লুটপাট নির্যাতন করেছে এগুলোর বিচার বাঁধাগ্রস্থ করতে পাশের দেশে বসে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে। দেশে তাদের কর্মী সমর্থক না থাকায় এ আই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগকে প্রতিহত করার জন্য দেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেয়া হবে। দুলু বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি মন্ত্রীরা দেশ ছাড়া হয়ে ভারতে পালিয়ে থেকে বাংলাদেশকে অশান্ত করতে নিজেদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করছে। মানুষের জীবনকে অশান্ত করছে। আগুন দিতে গিয়ে যারা হাতে নাতে আটক হয়েছে তাদের কথা থেকেই প্রমাণ হয়েছে আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে আসতে না পেয়ে রাতের আধারে কিছু গাড়ি ঘোড়ায় অগ্নিসংযোগ করছে।
দুলু বলেন, আওয়ামী লীগ টাকা দিয়ে লোক ভাড়া করে ২/১জায়গায় ঝটিকা মিছিল করে খুনি হাসিনা ও তার এমপি মন্ত্রীদের বিচার ঠেকাতে পারবে না। শুক্রবার বিকেলে নাটোরের তেঘড়িয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু প্রমুখ।