সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনকে প্রাণবন্ত করতে তুষার–কাকলী–তাসু প্যানেলের উন্নয়ন রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

রাজশাহী কলেজের আসন্ন এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশনের (RCHSCAA) ২০২৫-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ কে সামনে রেখে প্যানেল ক (তুষার–কাকলী–তাসু পরিষদ) তাদের প্যানেল পরিচিতি সভায় অংশগ্রহণকারীদের কাছে নিজেদের প্রস্তাবনা ও সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

প্যানেলটি অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের সমন্বয়ে তাদের টিম গঠন করা হয়েছে।

প্যানেল ক-এর সভাপতিত্বে থাকা মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান (তুষার), সাবেক রাষ্ট্রদূত এবং এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী বলেন, “আমাদের প্যানেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা—সহ বিভিন্ন পেশার মানুষ আছেন। ফলে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে এলামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”

প্যানেল ক জানিয়েছে, “কার্য নির্বাহী কমিটির” প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য।

এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলেছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত প্রার্থীরা রয়েছেন।

প্যানেল ক জানিয়েছে, তাদের ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—ডাক্তার, ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা।

এটি একমাত্র প্যানেল যেখানে প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞতা ও দক্ষতার প্রতিনিধিত্ব রয়েছে। ফলে কার্যনির্বাহী কমিটির প্রতিটি পদে মনোনয়ন দেওয়া হয়েছে ‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’—যা এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করেছে।

প্যানেল ক আরও বলেছেন, “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে ‘কার্যনির্বাহী পরিষদ’ নির্বাচনে বিবেচনা করবেন।” তারা ভোটারদের চিন্তাশীল সিদ্ধান্ত নেয়া এবং প্যানেলের কাজে সমর্থন কামনা করেছে।

পরিচিতি অনুষ্ঠানে প্যানেল ক উল্লেখযোগ্য সাড়া পেয়েছে এবং তারা আশা করেন, রাজশাহীতেও ততটাই ইতিবাচক সাড়া মিলবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, “সকলের শুভ কামনায় আমরা এগোতে চাই—আপনার সুচিন্তিত বিবেচনা কাম্য।”

তিনি বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর