জয়পুরহাটে এনজিও ফাউন্ডেশন দিবস “উদ্যাপন” । দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (০২ ডিসেম্বর-২০২৫) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: নুরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি নুরুল আমিন, এন আর ডিএসের নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটন, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এম ডি এস’র নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, আউশগাড়া উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম এবং প্রচেষ্টার নির্বাহী পরিচালক মনতাজুর রহমান আকবর সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।