বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের ৭টি জাহাজ উন্মুক্ত স্বাধীনতাকামী মানুষ নির্বাচনে ব্যালটে মাধ্যমে পরাজিত শক্তিদের উচিত জবাব দিবে -টুকু উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে গভীর রাতে ঘরে ঢুকে নুরুন্নাহারকে হত্যা, খাদিজাকে গুরুতর আহত

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

জয়পুরহাটে গভীর রাতে ঘরে ঢুকে নুরুন্নাহারকে হত্যা,খাদিজাকে গুরুতর আহত। জেলার সদর উপজেলার চিরলা গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে রহস্যজনক হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। একই ঘরে ঘুমন্ত অবস্থায় নুরুন্নাহার বেগমকে (৪৫) হত্যা করা হয় এবং তার ভাতিজি খাদিজাকে (১৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা পাশের ঘরে থাকলেও কোনো সাঁড়া শব্দ শুনতে পাননি।

মঙ্গলবার (২ ডিসেম্বর-২০২৫) রাত ৩টার দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদেরসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সুকৌশলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এছাড়া নিহতের ভাতিজি আহত হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুরুন্নাহার বেগম (৪৫) চিরলা গ্রামের আব্দুল গফুরের মেয়ে বলে জানা গেছে । আর আহত খাদিজা (১৫) একই গ্রামের আব্দুল মতিনের মেয়ে। সে পল্লীবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নুরুন্নাহার ও খাদিজা সম্পর্কে ফুফু-ভাতিজি।

নিহতের ভাবী মীম আক্তার জানান, আমি, আমার ছোট মেয়ে, শ্বশুর, ননদ নুরুন্নাহার ও ভাতিজি খাদিজা একই বাড়িতে থাকি। মঙ্গলবার রাতের খাবার খেয়ে রাত আনুমানিক ৯টার দিকে আমরা ঘুমিয়ে পড়ি। ননদ ও ভাতিজি একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার পর তাদের ঘর থেকে জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ পাই। তখন দরজা খুলতে গিয়ে খুলতে পারিনি, বাইরে সিটকানি দেওয়া ছিল। পরে আমার ভাসুরকে কল করে ডেকে নেই। বের হয়ে দেখি ননদ রক্তাক্ত অবস্থায় বিছানা ওপর পড়ে আছে, আর ভাতিজি নিচে। ঘটনার সময় পাশের রুমে কোন হৈচৈয়ের শব্দ পাননি বলে জানান তিনি।

প্রতিবেশী হাফিজুর রহমান জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চেঁচামেচির শব্দ শুনে ওই বাড়িতে যাই। গিয়ে দেখি নুরুন্নাহার বিছানার ওপর পড়ে আছে। আর নিচে খাদিজা পড়েছিল। স্বজনেরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যায়। নুরুন্নাহার আগেই মারা গিয়েছিল। আর খাদিজাকে বগুড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, নুরুন্নাহার নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা জানতে পরি নুরুন্নাহার এবং তার ভাতিজি খাদিজা একই ঘরে থাকতো এবং ওই ঘরে সুকৌশলে কেউ প্রবেশ করে। এরপর টিউবওয়েলের হাতল দিয়ে তার ফুফুকে আহত করে। পরবর্তীতে তার ফুফু মারা যায়। ভাতিজি খাদিজা গুরুতর আহত হয়। সে বর্তমানে বগুড়া মেডিকেলে ভর্তি আছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ঘটনার আসল সত্যতা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর